দেশজুড়ে
পুলিশ কর্মকর্তাকে পেটাল ছাত্রলীগকর্মী
ঢাকা অর্থনীতি ডেস্ক: পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় এক ছাত্রলীগকর্মীর হামলায় আহত হয়েছেন পুলিশের এএসআই মো. আব্বাস হোসেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছেন। শনিবার বিকালে ইন্দুরকানী উপজেলার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের ওপর হামলাকারী মো. তৌকির ছাত্রলীগকর্মী বলে নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান। পুলিশ তৌকিরকে গ্রেফতার করেছে।
তৌকির বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী এলাকার মো. আলাউদ্দিনের পুত্র।
থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ইন্দুরকানীর কলেজ মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট চলাকালীন বালিপাড়া এলাকা থেকে ইন্দুরকানীর দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের আরোহীকে থামতে পুলিশ সংকেত দিলে সে প্রথমে থামাতে চায়নি।
পরে পুলিশের ওই এএসআই মো. আব্বাস হোসেন দ্বিতীয়বার সংকেত দিলে চেকপোস্টের অদূরে গিয়ে মোটরসাইকেলটি থামায়। এ সময় পুলিশের সঙ্গে মোটরসাইকেল আরোহী তৌকিরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের ওই কর্মকর্তার ওপর তৌকির হামলা চালিয়ে তাকে আহত করে।
এ সময় চেকপোস্টে উপস্থিত অন্য পুলিশ সদস্যরা আব্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং হামলাকারী তৌকিরকে আটক করেন।
/একে