দেশজুড়েপ্রধান শিরোনাম
পুলিশের সহায়তায় বাড়ি ফিরলেন পঞ্চানন গায়েন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মানবতা মরে নাই, হারিয়ে যায়নি মনুষ্যত্ব। যখন পঞ্চানন গায়েনের ১৯ দিন ধরে গাবতলীতে আটকে পড়ার সংবাদ প্রকাশ হয়, বহু মানুষ সাহায্য করার জন্য এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন।গতকাল মঙ্গলবার(১৪ এপ্রিল) রাতেই পুলিশের সহায়তায় তাকে ঢাকা থেকে যশোর, তারপর যশোর থেকে পুলিশের গাড়িতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।
সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। অনেকেই ৭২ বছর বয়সী পঞ্চাননের সাহায্যে এগিয়ে আসার কথা জানান।
মতিঝিল থানার সহকারী পুলিশ কমিশনার সন্দীপ সরকার পঞ্চাননকে একটি হোটেলে নিয়ে আসেন। তারপর রাতে এক সবজির ট্রাক যখন সবজি ঢাকায় নামিয়ে ফিরে যাচ্ছিল, তাতে উঠিয়ে দেন তিনি।
সকালে যশোর পৌঁছালে সাতক্ষীরা পুলিশের সহায়তায় বাড়ি ফেরেন পঞ্চানন গায়েন।সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান কিছু চিকিৎসা সামগ্রী ও খাবার দিয়ে বাড়িতে পৌঁছে দেন।
পুলিশ সুপার জানান, নিষেধাজ্ঞার মধ্যেও শুধুমাত্র মানবিক কারণে তাকে নিয়ে আসা হয়েছে। তিনি সুস্থ আছেন তবে উনাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। সৌজন্যেঃ ডেইলি স্টার
আরও পড়ুনঃ ঘরে ফেরার অপেক্ষায় ১৯ দিন ধরে গাবতলিতে
/এন এইচ