দেশজুড়ে
পুলিশের বিরুদ্ধে অন্ত:সত্ত্বা নারীকে মারপিটের অভিযোগ
ঢাকা অর্থনীতি ডেস্ক: গাজীপুরের কাশিমপুর থানায় গত মঙ্গলবার দায়ের করা একটি মামলার তথ্য নিতে গিয়ে থানায় পুলিশের হাতে লাবনী নামের এক অন্ত:সত্ত্বা নারী মারপিটের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর অভিযোগ, থানায় নাম-ঠিকানা লিপিবদ্ধ করা নিয়ে এক নারী পুলিশ কনস্টেবলের সঙ্গে তার শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে ওই নারী পুলিশ কনস্টেবলের ধাক্কায় লাবনী আঘাত প্রাপ্ত হন।
ভুক্তভোগীর স্বজনদের দাবি, এ ঘটনায় ওই দিন সন্ধ্যাই কিছুটা রক্তক্ষরণ ও পেটব্যথা থাকায় লাবনীকে ভর্তি করা হয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে। মারপিট ও আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে।
এদিকে, পুলিশ বলছে এখনও ভিকটিম কোন অভিযোগ করেননি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো. জাকির হাসান জানান, নিরাপত্তা চাওয়ায় ওই নারীর প্রহরায় পুলিশ দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
/এএস