দেশজুড়েপ্রধান শিরোনাম
পুলিশের জন্য চালু হতে যাচ্ছে দূরপাল্লার বিশেষ বাস সার্ভিস
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আইজিপি ড. বেনজীর আহমেদের উদ্যোগে পুলিশের জন্য কম ভাড়ায় দূরপাল্লার বিশেষ বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। পুলিশের মহাপরিদর্শক হিসেবে যোগদানের প্রথম বর্ষ পূর্তিতে তিনি এ উদ্যোগ নিয়েছেন।
বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। দ্রুত এ সেবা চালু করা হবে বলে সেখানে জানানো হয়।
সেখানে বলা হয়, আইজিপি হিসেবে যোগদানের প্রথম বছর পূর্তিতে বেনজীর আহমেদের উদ্যোগে পুলিশের জন্য দূরপাল্লার যাত্রায় কম ভাড়ায় বিশেষ বাস সেবা চালু হতে যাচ্ছে। পুলিশের সব অফিসার, ফোর্স ও তাদের পরিবারের সদস্যরা (কেবল স্ত্রী/স্বামী ও সন্তান) এ বাস সেবা নিতে পারবেন।
আরো জানানো হয়, পুলিশ সদর দফতর, রাজারবাগ পুলিশ লাইন, পিওএম মিরপুর থেকে প্রতি বৃহস্পতিবার বিকেল ৫টায় বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে এ বাস ছেড়ে যাবে। এছাড়া বিভাগীয় শহরের মেট্রোপলিটন পুলিশ লাইন, জেলা পুলিশ লাইনস থেকে প্রতি শনিবার দুপুর ২টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বাস।
/এন এইচ