বিনোদন
পুলিশের চরিত্রে পূর্ণিমা
ঢাকা অর্থনীতি ডেস্ক: অভিনেত্রী পূর্ণিমাকে দেখা গেল পুলিশ অফিসারের ভূমিকায়। কাজল আরেফিন অমি বানাচ্ছেন ‘হোটেল রিলাক্স’ নামে একটি ওয়েব সিরিজ।
এটি হচ্ছে অমির বানাতে যাওয়া প্রথম ওয়েব সিরিজ। আর এই ওয়েব সিরিজে প্রথমবারের মতো অভিনয় করছেন পূর্ণিমা। এ ছাড়াও এই সিরিজে অনেকেই অভিনয় করেছেন। হোটেল রিলাক্স নির্মিত হচ্ছে পুরান ঢাকা ও ঢাকার আশেপাশের কিছু এলাকায়।
কাজল আরেফিন অমি বলেন, ‘বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।’