দেশজুড়ে

পুলিশের একার পক্ষে জঙ্গিবাদ-মাদক নির্মূল সম্ভব নয়: আইজিপি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মাদক একটি সামাজিক সমস্যা। এ সমস্যা সামাজিকভাবেই মোকাবিলা করতে হবে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। তার পরও আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব এবং কঠোর হব।

তিনি বলেন, মাদক একটি সমাজকে, একটি দেশকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে দেশকে মাদকমুক্ত করতেই হবে।সোমবার(১০ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরে জেলা পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাই আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। পাশাপাশি মানুষকে বোঝানোর চেষ্টা করছি, মাদক নির্মূলে সামাজিকভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে।

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বিশ্বের কাছে বাংলাদেশের পুলিশ একটি মডেল উল্লেখ করে জাবেদ পাটোয়ারী বলেন, এ দেশে জঙ্গিবাদ একেবারে নিয়ন্ত্রণ করে ফেলেছি- এ কথা বলব না। তবে জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, পুলিশ হবে জনগণের পুলিশ। সেই জনগণের পুলিশ হওয়ার জন্যই আমরা কাজ করছি। আমরা যাতে জনগণের পুলিশ হতে পারি এবং জনতার পুলিশ হতে পারি ও জনবান্ধব পুলিশ হতে পারি এ জন্য মুজিববর্ষে স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close