দেশজুড়ে
পুতুপুতু করে সরকার পতন হবে না, লড়াই করতে হবে : মান্না
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বর্তমান সরকারকে হটাতে জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামাতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, গদি ছাড়াতে হলে আন্দোলন-সংগ্রাম, লড়াই করতে হবে। পুতুপুতু আর আপোষ করে হবে না। দেশের মানুষ অসহায় বোধ করছে। লঞ্চে, বাসে, মাঠে-ঘাটে কেউ আওয়ামী লীগের কথা বলে না
শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সমালোচনা করে মান্না বলেন, ‘সুইচ অন করলে বাতি জ্বলবে, অফ করলে বাতি নিভে যাবে। মেশিন আমার কথামতো চলবে। মেশিন যদি নির্বাচন কমিশনারের হাতে থাকে, নির্বাচন কমিশনারের কথামতো চলবে। যে নির্বাচন কমিশনার বলে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হলে রাতের আধারে ভোট দেয়ার সুযোগ থাকবে না, তার অর্থ হচ্ছে-রাতের আঁধারে ভোটের সাক্ষী নির্বাচন কমিশনার নিজেই।’
খালেদা জিয়া প্রসঙ্গে মান্না বলেন, আমি খালেদা জিয়াকে স্যালুট জানাই। পত্রিকায় দেখছি কেউ কেউ বলছেন, উনি প্যারোলে যাবেন। পত্রিকায় পড়েছি তার বাম হাত বাঁকা হয়ে গেছে, ডান হাত বাঁকা হয়ে যাচ্ছে। তারপরেও তিনি কোনো কাগজে সই করছেন না। উনি বলেছেন গণতন্ত্রের জন্য, জনগণের জন্য অধিকার আদায়ের সংগ্রামে শেষ পর্যন্ত আমি আছি।
/এন এইচ