শিল্প-বানিজ্যশেয়ার বাজার
পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
সূচক ও লেনদেনের পাশাপাশি ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে ডিএসইর বাজার মূলধন বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা।
দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ১৭৭ কোটি টাকা। যা আগের কার্যদিবসের শেষে লেনদেন ছিল ৩ লাখ ৮৪ হাজার ৭৪২ টাকা। এ হিসাবে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৪৩৫ কোটি টাকা।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ৯৩টির। আর দাম অপরিবর্তিত ১৮টির।
বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচকটি ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৪ পয়েন্টে অবস্থান করছে। আর শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ পয়েন্টে।
সব সূচকের উত্থানের পাশাপাশি বাজারটিতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে ৪৩৭ কোটি ৭৭ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০৬ কোটি টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ৩১ কোটি ৭৭ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৪ পয়েন্টে। বাজারটিতে হাত বদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম। লেনদেন হয়েছে ২০ কোটি ৪০ লাখ টাকা।