শিল্প-বানিজ্যশেয়ার বাজার
পুঁজিবাজারে আস্থা ফেরাতে চাই: বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পুঁজিবাজারকে আস্থার জায়গায় নিয়ে যেতে চান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, ‘বাজারে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য আগামী চার বছর কাজ করব। এ জন্য ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজিএফ) সহযোগিতাও প্রয়োজন।’
আজ রোববার (২৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে সিএমজেএফের নির্বাহী পর্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। এ সময় সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ও সাধারণ সম্পাদক আবু আলীসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও কমিশনার মোহসীন চৌধুরী এবং ড. এ টি এম তারিকুজ্জামানও বৈঠকে উপস্থিত ছিলেন।
এ দিকে আজ রোববার দুপুর আড়াইটায় গণমাধ্যমকর্মীদের কাছে খন্দকার রাশেদ মাকসুদ কমিশনের পরিকল্পনা তুলে ধরবেন। এ লক্ষ্যে সংবাদকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
/এমএম