দেশজুড়েপ্রধান শিরোনামশেয়ার বাজার
পুঁজিবাজারে আরও ২৭ পয়েন্ট বৃদ্ধি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সপ্তাহের প্রথম দিনেই আরো ২৭ পয়েন্ট বেড়েছে ঢাকার পুঁজিবাজারে।
প্রধান সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫৬ পয়েন্টে। আজ লেনদেনের শুরুতেই ডিএসই’তে চাঙাভাব দেখা যায়। প্রথম ঘন্টাতেই লেনদেন হয় সাড়ে ৭শ’ কোটি টাকা। আর প্রধান সূচক বাড়ে ৩২ পয়েন্ট।
বাজারে ব্যাংক-বিমা কোম্পানির শেয়ার বিক্রির চাপ থাকলেও আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানিসহ বেশিরভাগ খাতের শেয়ারের কদর বেড়েছে।
দিনশেষে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৪৩৫ কোটি ৯১ লাখ টাকারও বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ডিএসই’তে আজ দর বেড়েছে ১০৯টি কোম্পানির। কমেছে ২১৬টি ও অপরিবর্তিত আছে ৫১টির কোম্পানির দর।
আজকে দাম বেড়ে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে আছে বেক্সিমকো, ওরিয়ন ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সসহ আরোও বেশকিছু শেয়ার।
/আরএইচএস