শিল্প-বানিজ্য
পুঁজিবাজারে আবারও ধস
ঢাকা অর্থনীতি ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে আবারও বড় দরপতন হয়েছে। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯২ পয়েন্ট হ্রাস পেয়ে ৬ হাজার ৭০৩ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে ডিএস৩০ সূচক ৫১ পয়েন্ট হ্রাস পেয়েছে এবং ডিএসই শরিয়াহ ২৫ পয়েন্ট হ্রাস পেয়েছে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই ২৬৩ পয়েন্ট হ্রাস পেয়েছে। তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ১ হাজার ১৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকাল ৭০৮ কোটি টাকা ছিল।
এদিকে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৬৬টি প্রতিষ্ঠানেরেই শেয়ারের দর হ্রাস পেয়েছে, ৬৫টির দর বৃদ্ধি পেয়েছে এবং ৪০টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে – ওয়ান ব্যাংক লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, বিএটিবিসি, জেনেক্স ইনফয়েস লিমিটেড ও ফরচুন শুজ।
দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে রয়েছে – ওরিয়ন ইনফিউশন, সেনা কল্যাণ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, একমি পেস্টিসাইডস লিমিটেড, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, ওয়ান ব্যাংক লিমিটেড, রেনউইক, এসিএফএল, ইস্টার্ন লুব্রিকেন্ট, এসকে ট্রিমজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বিডি।