ঢাকা অর্থনীতি ডেস্ক: আপন মনে ঘরের মাটিতে পড়ে থাকা খেলনা নিয়ে খেলা করছে ছোট্ট শিশু। সে সময় ঘরে ঢুকল বাড়ির পোষ্য কুকুরটি। চলে এল সেই ঘরে রাখা পিয়ানোর সামনে। নিজের সামনের পা দু’টি তুলে দিল পিয়ানোতে। তারপর বাজাতে লাগল পিয়ানো, আর তালে তালেই গলা ছেড়ে গান করতে লাগল সে। তার গানের সুরে কোমর দোলাচ্ছে ছোট্ট শিশুটি। সম্প্রতি নেট দুনিয়ায় এই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে।
টুইটার থেকে জানা য়ায়, ওই কুকুরটির নাম বাডি মার্কারি। থাকে আমেরিকার নিউইয়র্ক শহরে। প্রায়শই পিয়ানো বাজায় কুকুরটি। ওই টুইটার প্রোফাইলে মার্কারিকে পিয়ানো বাজাতে দেখা যাচ্ছে আরও বেশ কয়েকটি ভিডিওতে।
/এসএম