দেশজুড়েপ্রধান শিরোনাম

পিস্তল হাতে ফেসবুকে ছবি পোস্ট দেওয়ায় যুবক আটক

ঢাকা অর্থনীতি ডেস্ক: নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে পুলিশের অভিযান পরিচালনার মাধ্যমে সোহরাব হোসেন মাহি (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবক সম্প্রতি তার ফেসবুক আইডিতে পিস্তল হাতে থাকা একটি ছবি পোস্ট করেছিল।

আটককৃত সোহরাব হোসেন মাহি পরকোট ইউনিয়নের দক্ষিণ রামদেবপুর গ্রামের মোল্লা বাড়ির সামছুল আলম মোল্লার ছেলে।

রোববার (৭ আগস্ট) দুপুরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডির স্টোরিতে পিস্তল হাতে একটি ছবি শেয়ার করে মাহি। ছবিটি নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি জানাজানি হলে প্রশাসনের নজরে আসে। পরে শনিবার রাতে পুলিশ দক্ষিণ রামদেবপুর গ্রামের অভিযান চালিয়ে মাহিকে আটক করে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, মাহিকে জিজ্ঞাসাবাদে সে উল্টা-পাল্টা তথ্য দিতে থাকে। নিজের মোবাইল হারিয়ে গেছে আবার তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এমন এলোমেলো কথা বলে মাহি। তার বক্তব্যে অসংলগ্ন ও সন্দেহজনক মনে হয় পুলিশের কাছে। এছাড়া পিস্তলের ছবি আপলোডের বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারেনি মাহি। এরই ধারাবাহিকতায় মাহির বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

/এমএম

Related Articles

Leave a Reply

Close
Close