বিশ্বজুড়ে
পিটিআই দলের স্বতন্ত্র প্রার্থীর পিএমএলএনে যোগদান
ঢাকা অর্থনীতি ডেস্ক: লাহোরের একটি আসন থেকে বিজয়ী হয়েছেন আলোচিত ওয়াসিম কাদির। পাকিস্তানে জোট সরকার গঠন করতে যাওয়া নওয়াজ শরীফের দলে যোগ দিলেন পিটিআই সমর্থিত এক স্বতন্ত্র প্রার্থী।
রোববার (১১ ফেব্রুয়ারি) পিএমএলএন’র অফিসিয়াল এক্স পেইজে প্রকাশ করা হয় একটি ভিডিও। সেখানে দল পরিবর্তনের ঘোষণা দেন ওয়াসিম। নিজ এলাকার উন্নয়নের স্বার্থে পিএমএলএন-এ যোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন দলটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ।
লাহোরে পিটিআই দলীয় সাধারণ সম্পাদক ছিলেন ওয়াসিম। পিএলএমএন’র প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। ওয়াসিমের দল পরিবর্তনকে পিটিআইয়ের উইকেট পতন হিসেবে আখ্যা দেয়া হয় পাকিস্তানের গণমাধ্যমে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ দলটির সমর্থকরা ওয়াসিমকে আখ্যা দিয়েছেন বিশ্বাসঘাতক হিসেবে। তার বাড়ির সামনে বিক্ষোভও করেন অনেকে।
/এএস