খেলাধুলা
পায়ে চোট, বিশ্রামে তামিম ইকবাল
ঢাকা অর্থনীতি ডেস্ক: হাঁটুর চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলা হচ্ছে না প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবালের। বিশ্রাম ও পুনর্বাসন শেষে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার আশা বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাঘরের বিপক্ষে ম্যাচ খেলে হোটেলের জৈব সুরক্ষাবলয় ছেড়ে বাসায় ফিরেছেন তামিম।
গত কয়েক ম্যাচে অবশ্য তামিম ডান হাঁটুর ব্যথা নিয়েই খেলেছেন। নিজের চোটের ব্যাপারে এক অডিও বার্তায় তিনি বলেন, ‘আমার গত কয়েকটি ম্যাচেই পায়ে ভীষণ ব্যাথা হচ্ছিল। বিশেষ করে ফিল্ডিং করতে, রান নিতে অনেক কষ্ট হচ্ছিল। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। বিসিবি মেডিকেল স্টাফদের সঙ্গে কথা বলেছি। ওনাদের পরামর্শ, আমার এই মুহূর্তে না খেলাই ভালো হবে।’
সামনে যেহেতু জাতীয় দলের জিম্বাবুয়ে সফর, এই সুপার লিগ খেলে আর চোটের ঝুঁকি বাড়াতে চান না তামিম, ‘যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটাই আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ম্যাচ খেলতে হলে আমাকে সুস্থ হতে হবে। আশা করি, ঠিক সময়েই সুস্থ হয়ে যাব। এখন যা যা করা দরকার, সেসব করার চেষ্টা করছি।’