বিনোদন

পাহাড়ের জনপ্রিয় শিল্পী পঙ্কজ দেবনাথের আত্মহত্যা

ঢাকা অর্থনীতি ডেস্ক: পাহাড়ের জনপ্রিয় কন্ঠশিল্পী পংকজ দেবনাথের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) ভোরে জেলা শহরের বালাঘাটাস্থ নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এই শিল্পী।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, রাতে জেলা শহরের বালাঘাটাস্থ বাসায় ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়,পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

দীর্ঘদিন ধরে মার্মা সম্প্রদায়ের এক মেয়ের সাথে তার সম্পর্ক ছিলো বান্দরবানের জনপ্রিয় এই শিল্পীর। কিছুদিন ধরে এই প্রেমিকার সাথে বনিবনা না হওয়ায় তিনি তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পুলিশ ও পারিবারিক সূত্র ধারণা করছেন।

আত্মহত্যার আগে তার বন্ধুদের কাছে ফেসবুকের মাধ্যমে বেশ কয়েকটি বার্তাও পাঠান এই শিল্পী। এদিকে জনপ্রিয় কন্ঠশিল্পী পংকজ দেবনাথ এর মৃত্যুর সংবাদ জানাজানি হলে তার বন্ধুমহল ও স্থানীয় শিল্পীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

দেবনাথ বেসরকারি টিভি চ্যানেল এস এ টিভির বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় পঙ্কজ সেরা ৮ এর তালিকা ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close