দেশজুড়ে
পাসপোর্ট র্যাংকিংয়ে ২ ধাপ পেছালো বাংলাদেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শক্তিশালী পাসপোর্ট র্যাংকিংয়ে আরও নিচে নেমে গেছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্সে চলতি বছরের শুরুতে এর অবস্থান ছিল ৯৭তম। কিন্তু, বছরের শেষভাগে এসে দুই ধাপ নেমে তা দাঁড়িয়েছে ৯৯তম স্থানে।
জানুয়ারিতে প্রকাশিত তথ্য অনুসারে, বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪১টি দেশ বা অঞ্চলে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় যাতায়াতের সুবিধা পেতেন। এখন সে সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০টি।
এবারের র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে দু’টি দেশ- জাপান ও সিঙ্গাপুর। বিশ্বের সবচেয়ে ভ্রমণবান্ধব পাসপোর্ট এশিয়ার এ দু’টি দেশের। তাদের পাসপোর্ট নিয়ে বিশ্বের ১৯০টি দেশ/অঞ্চলে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া যায়।
দ্বিতীয় অবস্থানে রয়েছে তিনটি দেশ- ফিনল্যান্ড, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। তাদের পাসপোর্ট নিয়ে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ১৮৮টি দেশ/অঞ্চলে।
তৃতীয় অবস্থান ইউরোপের তিনটি দেশের দখলে। ডেনমার্ক, ইতালি ও লুক্সেমবার্গের পাসপোর্ট নিয়ে ১৮৭টি দেশ/অঞ্চলে ভিসামুক্ত প্রবেশ করা যায়।
চতুর্থ ফ্রান্স, স্পেন ও সুইডেন। এ তিনটি দেশের পাসপোর্ট নিয়ে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ১৮৬টি দেশ/অঞ্চলে।
পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও পর্তুগাল (১৮৫টি দেশ/অঞ্চল)।
এছাড়া বেলজিয়াম, কানাডা, গ্রিস, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ডের সঙ্গে যৌথভাবে তাদের অবস্থান ষষ্ঠ স্থানে। এসব দেশের ভিসামুক্ত প্রবেশাধিকার ১৮৪টি দেশ/অঞ্চলে।
সেরা দশে থাকা বাকি দেশগুলো হলো– ৭. মাল্টা, চেক রিপাবলিক (১৮৩), ৮. নিউজিল্যান্ড (১৮২), ৯. অস্ট্রেলিয়া, লিথুনিয়া, স্লোভাকিয়া (১৮১), ১০. হাঙ্গেরি, আইসল্যান্ড, লাটভিয়া, স্লোভেনিয়া (১৮০)।