দেশজুড়ে

পাসপোর্ট করতে গিয়ে সাজানো বাবাসহ রোহিঙ্গা তরুণী আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভুয়া পরিচয় দিয়ে বাংলাদেশি নাগরিক সেজে পাসপোর্ট করতে এসে সাজানো বাবাসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।

সাজানো পিতা আমির হোসেন (৫২) কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাককুম পাড়ার ফজর আলীর ছেলে ও রোহিঙ্গা তরুণী ছেনুয়ারা বেগম (২১) উখিয়ার জামতলী রোহিঙ্গা শিবিরের কামাল উদ্দিনের মেয়ে।

জিজ্ঞাসাবাদে আমির হোসেন জানান, তার (আমির হোসেনের) ফাতেমা খাতুন নামে একটি মেয়ে রয়েছে। ছেনুয়ারাকে নিজের মেয়ে সাজিয়ে পাসপোর্ট বানাতে ফাতেমার সব ডকুমেন্ট উপস্থাপন করেন।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নঈম মাসুম জানান, মঙ্গলবার আমির হোসেন নামে এক ব্যক্তি এক তরুণীকে নিজের মেয়ে পিরচয় দিয়ে তার পাসপোর্ট করতে আসে। এ সময় উভয়ের কথাবার্তায় সন্দেহ হয় তাদের কর্মকর্তাদের। তখন জিজ্ঞাসাবাদে ছেনুয়ারা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। এরপর সদর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে উভয়কে আটক করে নিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দিয়ে উভয়কে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close