দেশজুড়ে
পালিয়ে বেড়াচ্ছেন ডিআইজি মিজান, বিদেশে পাড়ি দিয়েছেন স্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ডিআইজি মিজানুর রহমানকে ধরতে উত্তরা ও বেইলি রোডসহ বেশকটি জায়াগায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গেলো কয়েকদিন টানা অভিযান চালালেও সন্ধান মেলেনি পুলিশের বরখাস্ত হওয়া এই কর্মকর্তার। তবে এরই মধ্যেই চোখ ফাঁকি দিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন তার স্ত্রী সোহেলিয়া রত্মা। দুদক বলছে, অভিযানের পাশপাশি মিজানের বিদেশযাত্রা ঠেকাতে সতর্ক করা হয়েছে ইমিগ্রেশনকে।
রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের আট নম্বর রোডের বাড়িটির দোতলায় একটি ফ্ল্যাটে থাকতেন বরখাস্ত হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমান। এ বাড়ির কেয়ারটেকার জানান, প্রায় ১০ দিন ধরেই ফ্ল্যাটে থাকছেন না তিনি।
শুধু উত্তরা নয়, রাজধানীর বেইলি রোডের বেইলি রিজ-এ তার ভাইয়ের নামে নেয়া ফ্ল্যাটেও থাকতেন ডিআইজি মিজান। কিন্তু সেখানে গিয়েও হদিস মেলেনি তার। চারতলার ফ্ল্যাটটিতে এখন তালা দেয়া।
নিরাপত্তাকর্মী বলছেন, মিজানের বাসা হিসেবে পরিচিত ওই ফ্ল্যাটে এখন আর আসছেন না তিনি।
অবৈধ সম্পদের অভিযোগে গত ২৪শে জুন ডিআইজি মিজান, তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়। দুদকের তথ্য বলছে, মামলার আগের দিনই দেশ ছেড়েছেন মিজানের স্ত্রী।
দুদকের অনুসন্ধান টিমের প্রধান শেখ মোহাম্মদ ফানাফিল্যা জানান, আমরা কারো নামে মামলা করার পূর্বে অনুসন্ধানের সময়ই গ্রেপ্তার করার এখতিয়ার আছে। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ভাবেই সব ব্যবস্থা নিব। আত্নগোপনে আছে, আমরা তাদের সব সম্পত্তিগুলো সিল করে দেয়ার চেষ্টা করছি।
গেলো বৃহস্পতিবার মিজানের একটি ফোন নম্বর গুলশানের নিকেতনে কয়েক মিনিটের জন্য সক্রিয় ছিলো। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তার সন্ধান পায়নি দুদক। তার ব্যবহৃত সবকটি মোবাইল নম্বরও বন্ধ পাচ্ছে তদন্তদল।
(সুত্রঃ ডিবিসি)