বিশ্বজুড়ে

পারমাণবিক অস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

ঢাকা অর্থনীতি ডেস্ক: শুক্রবার (১৯ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। খবর রয়টার্সের।

পিয়ংইয়ংয়ের দাবি, চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সামরিক মহড়ার প্রতিবাদে তাদের এ পদক্ষেপ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের পারমাণবিক হামলা চালাতে সক্ষম আন্ডারওয়াটার অ্যাটাক ড্রোনের সক্ষমতা যাচাই করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে কোথায় পরীক্ষা চালানো হয়েছে, তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, দেশটির পূর্ব উপকূলে হয়েছে এ পরীক্ষা।

পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও তার মিত্রদের মাঝে উত্তেজনা অনেক দিনের।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি থেকে তিনদিনের মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের নৌবাহিনী। উন্নত যুদ্ধ সরঞ্জাম ও কৌশল প্রদর্শনের এ মহড়ায় অংশ নিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close