দেশজুড়েপ্রধান শিরোনাম

পাবনায় ১১ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: পাবনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আমিন ওরফে আমিন ডাকাত (৪০)।

র‌্যাবের দাবি, নিহত আমিন ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে পাবনা সদর থানাসহ বিভিন্ন থানায় ৩টি হত্যাসহ ১১টি মামলা রয়েছে। আমিন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এস্কেন শেখের ছেলে।

র‌্যাব পাবনা ক্যাম্পের অধিনায়ক আমিনুল কবির তরফদার জানান, রাতে র‌্যাবের কাছে খবর আসে যে, রাজাপুরে একটি ছোন ক্ষেতের কাছে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

পরে জানা যায় যে, তিনি ডাকাত সর্দার আমিন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি, চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close