তথ্যপ্রযুক্তি
পাবজির আয় ছাড়িয়েছে দেড়শো কোটি ডলার
ঢাকা অর্থনীতি: গেমসের যুগান্তকারী গেইম পাবজি এবং তার নতুন সংস্করণ গেইম ফর পিস থেকে চলতি বছর আয় ছাড়িয়েছে দেড়শো কোটি ডলার। সেন্সর টাওয়ার নামের একটি গবেষণা ও বিশ্লেষণী প্রতিষ্ঠান পাবজির এই আয়ের তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাপী পাবজি মোবাইলে অন্তত ৫৫ কোটি ৫০ লাখ ব্যবহারকারী ডাউনলোড করেছে। পাবজি ডাউনলোডের দিক থেকে সবার উপরে আছে ভারত। দেশটিতে মোট ডাউনলোডের ২১ শতাংশ বা ১১ কোটি ৬০ লাখবার ডাউনলোড হয়েছে।
দ্বিতীয় অবস্থানে আছে চীন। দেশটিতে গেইমটি ১৯ শতাংশ বা ১০ কোটি ৮০ লাখবার ডাউনলোড করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে আট শতাংশ বা প্রায় ৪ কোটি ২০ লাখ ডাউনলোড হয়েছে পাবজি।