দেশজুড়েবিনোদন

পাত্র খুঁজছেন সোনাক্ষী!

ঢাকা অর্থনীতি ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এবার মেয়ের বিয়ের জন্য ঘুম হারাম হয়েছে তার বাবা ও মায়ের এমন খবর রটেছে।

এ বিষয়ে সোনাক্ষী সিনহা নিজেই জানালেন সুশীল পাত্রের সঙ্গে প্রেম করতে বলেছেন তার মা-বাবা। তবে তার মতে, বলিউডে এমন পাত্রের দেখা পাওয়া নাকি খুবই দুষ্কর।

সম্প্রতি এক অনুষ্ঠানে ইন্ডাস্ট্রির কারও সঙ্গে প্রেম করছেন কিনা এমন প্রশ্নের জবাবে সোনাক্ষী বলেন, ‘আমার মা-বাবা চান যাতে কোনও সুশীল পাত্রের সঙ্গে প্রেম করি আমি। কিন্তু বলিউডে এমন পাত্র কে আছে বলুন।’

তিনি আরও বলেন, ‘আমি কিন্তু বেশ কিছুদিন এই ইন্ডাস্ট্রিরই এক তারকার সঙ্গে ডেট করেছি। কিন্তু কেউ সে কথা জানতেও পারেননি।’

কে সেই ব্যক্তি এমন প্রশ্নে এড়িয়ে যান সোনাক্ষী। বরং বললেন, তার বয়ফ্রেন্ড যদি কোনওদিন বিশ্বাসঘাতকতা করেন, তাহলে পরের দিন দেখার জন্যে তিনি আর বেঁচে থাকবেন না।

শিল্পী দাশগুপ্ত পরিচালিত সোনাক্ষীর পরবর্তী ছবি ‘খানদানি শাফাখানা’ মুক্তি পাবে ২ আগস্ট। সূত্র: এইসময়

/এ কে

Related Articles

Leave a Reply

Close
Close