দেশজুড়ে
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঘন কুয়াশায় পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুটে টানা পৌনে আট ঘণ্টা বন্ধ থাকার ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) মধ্যরাত ২টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে জানায় কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন ( বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত ২টার দিকে ঘন কুয়াশায় নৌরুটের চ্যানেলের মার্কিং বাতি দেখা যাচ্ছিল না। এজন্য দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
/এন এইচ