জীবন-যাপন

পাঞ্জাবিতে পূজার দিনগুলি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চারদিকে পূজার আবহ ছড়িয়ে পড়েছে। এখন শুধু ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। সনাতন ধর্মালম্বীদের প্রধান এই উৎসব উপলক্ষে দেশের ফ্যাশন হাউসগুলোতেও লেগেছে শারদীয় দুর্গাপূজার ছোঁয়া। ছেলেদের পূজার পোশাক মানে তো প্রথমেই চোখে ভাসবে পাঞ্জাবি। সেটা হোক সপ্তমী, অষ্টমী কিংবা বিসর্জনের দিনে। ধুতির কোঁচা ধরে জমকালো পাঞ্জাবিতে ছেলেরা ঘুরবে এপাড়া–ওপাড়া।

অনেক তরুণ এখন ধুতির কোঁচা সামলাতে হিমশিম খান। তাই সেলাই করা ধুতিও মেলে দোকানে। পাঞ্জাবির সঙ্গে প্যান্ট বা পায়জামা পরলেও পূজার সাজে আসবে পরিপূর্ণ ভাব। ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী ও ডিজাইনার সৌমিক দাশ ছেলেদের পূজার পোশাক বিষয়ে বললেন, ‘পূজার দিনগুলোতে সব বেলা পাঞ্জাবি না পরলেও, বার কয়েক তো দেখা যাবে পাঞ্জাবিতে। পাঞ্জাবির নকশাতেও তাই পূজার আবহ দেখা যাচ্ছে। রঙ বাংলাদেশ যেমন এবার চারটি থিম ধরে পাঞ্জাবির নকশা করেছে। এগুলোর মধ্যে সন্দেশের মোটিফ তো আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে কলমকারি, দুর্গার গয়নার মোটিফ ও মঞ্চের ক্যালিগ্রাফি।’

পাঞ্জাবিতে পূজার দিনগুলি।

পূজা উপলক্ষে কমবেশি সব ফ্যাশন হাউসেই নতুন নকশার পাঞ্জাবি এসেছে। থিমেও দেখা যাচ্ছে বৈচিত্র্য। দেবীর অলংকার, কলাপাতা, সন্দেশ, ট্রাইবাল মোটিফ, ঢাকঢোল, রক্তজবা, মন্দিরের নকশা, টেরাকোটা ইত্যাদি। তরুণদের জন্য স্লিমফিট আর মাঝবয়সীদের জন্য রেগুলার ফিট—এই দুই ধরনের চলই বেশি থাকবে পূজায়। কাপড় হিসেবে সুতির আধিক্য চোখে পড়ছে, তবে আলাদা করে সিল্কের পাঞ্জাবিও এনেছে অনেকে। যাঁরা রাতের দাওয়াতে যাবেন, তাঁদের কথা ভেবে সিল্কের নকশা করা হয়েছে কিছুটা ভারী করে। মোটা সুতা দিয়েও পাঞ্জাবির হাতা, কলার, বুকের সামনের অংশে নকশা করা আছে।

ক্লাব হাউসের পাঞ্জাবির ডিজাইনার ইফতেখারুল ইসলাম বলেন, ‘সর্বজনীন এই উৎসবে লাল, সাদা ও মাস্টার্ড কালারগুলো বেশি প্রাধান্য পাবে। তাই পাঞ্জাবির রং হিসেবে এগুলোই চলতি ধারার সঙ্গে থাকবে। আধুনিকতা আর সাবেকি—এই দুই ধরনের চলই থাকবে পূজার পাঞ্জাবিতে।’

আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে নরম কাপড়ের পাঞ্জাবি বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। পাঞ্জাবির বোতামেও অল্পবিস্তর নতুনত্ব এনেছে কোনো কোনো ফ্যাশন হাউস। এই যেমন কাঠ বা অ্যান্টিক ধাঁচের ধাতব দিয়ে তৈরি বোতাম। গোল ছাড়াও চারকোনা, ডিম্বাকৃতি ও দুই স্তরের বোতাম দেখা যাবে। বাটন প্লেটের নকশায়ও আছে পূজার ছোঁয়া। ত্রিশূল, হাঁসের ছানা বা পদ্মফুলের নকশাও চোখে পড়বে পাঞ্জাবির পকেট, হাতা বা কাঁধের পাশে।

অল্প মুল্যে দেখা মিলছে বুটিক হাউজে পূজার পাঞ্জাবি।

যেখানে পাবেন

পাঞ্জাবি কিনতে যেতে পারেন আড়ং, দেশী দশ, ওটু, ক্লাব হাউস, বিশ্বরঙ, ক্যাটস আই, লুবনান, প্লাস পয়েন্ট, সেইলর, নোয়াহ্, আজিজ সুপার মার্কেটসহ বিভিন্ন স্থানে। এলিফ্যান্ট রোডেও নানা রকম পাঞ্জাবি পাওয়া যাবে।

/আরএইচ

Related Articles

Leave a Reply

Close
Close