দেশজুড়েপ্রধান শিরোনাম
পাচারের জন্য মজুত করে রাখা ডিজেলসহ গ্রেপ্তার ২
ঢাকা অর্থনীতি ডেস্ক: লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত এলাকায় মজুত করে রাখা ৪২৬ লিটার ডিজেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকায় একটি পরিত্যক্ত টিনের ঘরে ড্রামে ৪২৬ লিটার ডিজেল মজুত করে তালাবদ্ধ করে রাখে অভিযুক্তরা। পরে ভারতে পাচারের প্রস্তুতি নেওয়ার সময় ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-বুড়িমারী পৌরসভার মুগলীবাড়ি গ্রামের সিরাজুলের ছেলে রবিউল ইসলাম (৪০) ও একই এলাকার আজিরের ছেলে জাবেদুল ইসলাম (৩৮)।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার (১৪ নভেম্বর) সকালে তাদের লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।