দেশজুড়ে
পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে একই দিনে শিশু ও নারীসহ ১৫ জন আহত হয়েছে। তাদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
রোববার (৭ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আহতরা হলেন- যদুনাথপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী রেকসোনা (৩০), দৌলতপুর গ্রামের দ্বীন মোহাম্মদের স্ত্রী হেনা বেগম (৫৫), দৌলতপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শরিফুল (৩৫), যদুনাথপুর গ্রামের মিন্টু দাসের ছেলে সাগর দাস (১৩), কালনা গ্রামের মনির শেখের ছেলে মাসুম (৯), রহমতপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে আখি (১৭), কালাম মিয়ার ছেলে মেহেদী (১৩), আউড়িয়া গ্রামের ইমদাদুলের ছেলে আকাশ (১০), আউড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে তানভির (৮), ফুলশ্বর গ্রামের মিলন মিয়ার ছেলে ইয়াসিন (৫), একই গ্রামের তারাপদ গাছীর ছেলে সন্দীপসহ (৪) আরও চার জন।
তাদের সবাই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।