বিশ্বজুড়ে
পাকিস্তানে ভূমিকম্পে নিহত অন্তত ২০ জন
ঢাকা অর্থনীতি ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও ছয়জন শিশু রয়েছে। আহত হয়েছেন তিন শতাধিক। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৩টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমকি ৯। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউ.এস.জি.এস জানায়, ভূমিকম্পের গভীরতা ছিল ২০ কিলোমিটার।
পাকিস্তানের দৈনিক ডন জানায়, প্রদেশটির রাজধানী কুয়েটায় সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পরপরই মানুষ রাস্তায় নেমে আসে। একটি ভবনধসে বহু মানুষ আটকা পড়ে আছে, তাদের উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে।
ভূমিকম্পে ভবনধসের পাশাপাশি বিভিন্ন জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এছাড়া, অঞ্চলজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
স্থানীয় সংবাদ চ্যানেল জিও টিভি জানিয়েছে, এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।