বিশ্বজুড়ে

পাকিস্তানে বিমান বিধ্বস্ত

ঢাকা অর্থনীতি ডেস্ক: পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণের সময় ৯৮ আরোহীসহ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

শুক্রবার (২২শে মে) করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার ঠিক আগ মুহুূর্তে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।পাকিস্তানের সময় অনুযায়ী ২.৩৭ মিনিটে মডেল কলোনি নামের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় সেটি।

এয়ারবাসের এ থ্রি টোয়েন্টি মডেলের বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিলো। বিমানটিতে ৯০ যাত্রী ও ৮ জন ক্রু ছিলো।

পাকিস্তানের গণমাধ্যম প্রকাশিত ভিজ্যুয়ালে দেখানো হয়েছে, ধ্বংসস্তূপ সহ ও ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগেছে। আকাশে ঘন কালো ধোঁয়াও দেখা গিয়েছে।

পাকিস্তান গণমাধ্যম জানিয়েছে যে ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তা করার জন্য পাক আর্মি কুইক রিঅ্যাকশন ফোর্স এবং পাকিস্তান রেঞ্জার্স দুর্ঘটনাস্থলে রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close