বিশ্বজুড়ে
পাকিস্তানে গাড়িবহরে হামলা, নিহত ১৪
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে করাচিগামী একটি গাড়ি বহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলা চালিয়েছে। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বালোচিস্তানে এই হামলা চালানো হয়। জানা গেছে হামলা হওয়া গাড়ি বহরটিতে কয়েকজন সরকারি কর্মকর্তাও ছিলেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, করাচি থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী ওরমারা শহরের একটি প্রধান মহাসড়কে আচমকা হামলার শিকার হয় গাড়িগুলো।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে নিরাপত্তাবাহিনীর সদস্যও রয়েছেন। তাদের সবার মরদেহ নিকটবর্তী একটি নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে বালোচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গোভ হামলায় ১৫ নিহত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সাত থেকে আটজন হামলাকারী রকেট লঞ্চারসহ ভারি অস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালায়। তবে তাদের কাউকে আটক করা যায়নি। হামলায় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। মূলত গাড়ি বহরটিতে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উন্নয়ন করপোরেশন লিমিটেডের কর্মীরা ছিলো বলেও জানান তিনি।
এদিকে হামলার পরপরই মহাসড়কটি বন্ধ করে এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় নিরাপত্তাবাহিনী। তব কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হয়ে পারেনি সরকার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় বিচ্ছিন্নবাদী কোনো সংগঠন ের সাথে জড়িত।
/এন এইচ