খেলাধুলা

পাকিস্তানি ক্রিকেটারেরা বিশ্বকাপের সময় স্ত্রীদের সঙ্গে রাখতে পারবেন না

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আর মাত্র ছয় দিন পর শুরু হচ্ছে বিশ্বকাপ। ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাঠে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের টুর্নামেন্ট। প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে।

প্রায় দেড় মাসের মতো ইংল্যান্ডে অবস্থান করতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। বেশ লম্বা সময়। ফলে ক্রিকেট বোর্ডগুলো কিছুটা নমনীয় খেলোয়াড়দের প্রতি। স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখার অনুমতি দিচ্ছে একাধিক ক্রিকেট বোর্ড।

কিন্তু ব্যতিক্রম পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে জানিয়ে দেয়া হয়েছে, বিশ্বকাপ চলাকালীন সময়ে ক্রিকেটাররা তাদের পরিবারকে সঙ্গে রাখতে পারবে না। তবে এমন আইন শিথিল করা হয়েছে হারিস সোহেলের জন্য। যদিও হারিস সোহেলের ব্যাপারটি পরিষ্কার করেনি পিসিবি।

বোর্ড থেকে বলে দেয়া হয়েছে, কোনও খেলোয়াড় যদি তার পরিবারের সদস্যদের ইংল্যান্ডে রাখতে চায় তাহলে সব ব্যবস্থা নিজেকেই করতে হবে। তবে দলের সঙ্গে থাকা বা যাতায়াতের দায়িত্ব নিবে না বোর্ড।

বোর্ডের এমন সিদ্ধান্তের পর বিপাকে পড়েছেন পাকিস্তানের খেলোয়াড়েরা।বোর্ডের এমন সিদ্ধান্তের কারণ হিসেবে ধরা হচ্ছে, বিশ্বকাপে ম্যাচের দিকে পুরোপুরি মনোযোগী রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

বোর্ডের ধারণা, পরিবারের উপস্থিতি খেলোয়াড়দের স্বাভাবিক রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে। এমন অবস্থায় ক্রিকেটাররা কি করবেন সেই ব্যাপারে তারা এখনও কোন সিদ্ধান্ত বা মন্তব্য করেননি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close