খেলাধুলা

পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ, উঁকি দিচ্ছে জয়ের সম্ভাবনা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ  বোলিংয়ে সাকিব আল হাসান বা মেহেদী হাসান মিরাজ— রাওয়ালপিন্ডিতে যে স্পিনারই বোলিং করুন, নাজমুল হোসেন শান্ত তৈরি করে রেখেছেন মৃত্যুফাঁদ। পাকিস্তানের দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির কাছে যেন উইকেটে টিকে থাকাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কঠিন ফিল্ড সেটাপে পাকিস্তানের উইকেট পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে বলে। কোণঠাসা অবস্থায় থাকা পাকিস্তানের বিপক্ষে উঁকি দিচ্ছে বাংলাদেশের জয়।

মিরাজ গতকাল চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, দ্রুত কয়েকটা উইকেট তুলতে পারলেই বাংলাদেশের জয় সম্ভব। রাওয়ালপিন্ডিতে আজ পঞ্চম দিনে এসে মিরাজের কথারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। মুড়ি-মুড়কির মতো উইকেট হারাতে থাকা পাকিস্তান মধ্যাহ্নভোজে গেছে ৬ উইকেটে ১০৮ রানে। স্বাগতিকেরা এখনো ৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশের চেয়ে।

দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে ১ উইকেটে ২৩ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। খেলা শুরুর দ্বিতীয় ওভারেই উইকেট হারায় স্বাগতিকেরা। ১২তম ওভারের শেষ বলে হাসান মাহমুদকে কাট করতে যান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। উইকেটরক্ষক লিটন দাস ক্যাচ ধরে জোরালো আবেদন করলে আম্পায়ার প্রথমে সাড়া দেননি। শান্ত এরপর রিভিউ নিলে দেখা যায়, হালকা এজ হয়েছে। ৩৭ বলে ২ চারে ১৪ রানে আউট হয়েছেন মাসুদ।

২৮ রানে ২ উইকেট থেকে পাকিস্তান মুহূর্তেই ৩ উইকেটে ২৯ রানে পরিণত হতে পারত। ১৩তম ওভারের দ্বিতীয় বলে শরীফুল ইসলামের বল ডিফেন্স করতে গেলে আউটসাইড এজ হয়। লিটন ডান দিকে ডাইভ দিয়েও সেটা তালুবন্দী করতে পারেননি। গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যাওয়া বাবর আজম এরপর ঠান্ডা মাথায় ব্যাটিং করতে থাকেন। যদিও তাঁর (বাবর) ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছেন নাহিদ রানা। ২৭তম ওভারের তৃতীয় বলে নাহিদকে কাভার ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন বাবর।

/এমএম

Related Articles

Leave a Reply

Close
Close