দেশজুড়েপ্রধান শিরোনাম

পাকস্থলীতে করে ইয়াবা পরিবহনের ঘটনায় একজন গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর শনির আখড়া এলাকা থেকে অভিযান চালিয়ে পাকস্থলীতে করে ইয়াবা পরিবহনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আল আমিন।

ডিবি লালবাগ সূত্রে জানা যায়, ১৬ আগস্ট রাজধানীর শনির আখড়া এলাকায় কক্সবাজার থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস থেকে আল আমিনকে গ্রেফতার করে লালবাগ জোনাল টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন জানান, তিনি পাকস্থলীতে করে ইয়াবা পরিবহন করছেন এবং এর আগেও কক্সবাজার থেকে একাধিকবার এই পন্থায় ইয়াবা পরিবহন করে রাজধানীতে নিয়ে এসেছেন।

সূত্র আরও জানায়, আল আমিনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানো হয় এবং এক্স-রে করলে তার পাকস্থলীতে ইয়াবা ট্যাবলেটের পিলেট দৃশ্যমান হয়। পরবর্তীতে গোয়েন্দা কার্যালয়ে এনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পাকস্থলী থেকে ২ হাজার ৫৭৬ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় রমনা মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close