দেশজুড়ে
পাঁচ বছরের নাতনীকে ধর্ষণের দায়ে দাদার কারাদণ্ড
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিরাজগঞ্জ জেলার পৌর এলাকায় নাতনীকে (৫) ধর্ষণ মামলায় দাদা আব্দুস সাত্তারকে (৭০) সাত বছরের কারাদণ্ড, বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তারের বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাস পাড়ায়।
আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাবলু এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাস পাড়ায় আব্দুস সাত্তার তার পুত্র আব্দুল খালেক পরিবারসহ একই বাড়িতে বসবাস করতেন। ২০১৭ সালের ১৯ আগস্ট দুপুরে আব্দুস সাত্তার তার নাতনী তাহমিনা তানজিদ খুশবোকে (৫) তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এসময় শিশুটি এই ঘটনা তার মাকে বলে।
পরবর্তীতে মা শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক পরীক্ষা শেষে মেডিকেল বোর্ড শিশুটিকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে উল্লেখ করে আদালতে রিপোর্ট দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।