দেশজুড়ে
মিরপুর থেকে নিখোঁজ চার কন্যার মধ্যে দুইজন উদ্ধার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ আট কিশোরীর মধ্যে ৫জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজনকে সদরঘাট থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে তাদের উদ্ধার করা হয়েছে।
নেত্রকোনা থেকে ২জনকে এবং রাজধানীর উত্তরখান থেকে একজন উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃতদের পরিবারের কাছে তুলে দেয়ার প্রক্রিয়া চলছে।
গত ২৯শে সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে নিখোঁজ হয়েছিল উদ্ধার হওয়া দুই শিশু। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কলম কেনার কথা বলে বাসা থেকে বের হয় পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশু। সঙ্গে বের হওয়া অন্য শিশু তার প্রতিবেশী।
এদিকে গত শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে নিখোঁজ ১৩ ও ১৪ বছর বয়সী দুই শিশুর এখনও খোঁজ মেলেনি।
আর গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তিন কলেজছাত্রী। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে বলে জানায় পরিবার।
/ আরএইচএস