দেশজুড়েপ্রধান শিরোনাম

পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় ৩ জন কারাগারে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আসামিরা হলেন- রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ।

এর আগে গত ৩০ জুলাই তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সুষ্ঠু তদন্তের জন্য পল্লবী থানার অস্ত্র মামলায় ১০ ও বিস্ফোরক আইনে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম অস্ত্র মামলায় সাত দিন ও বিস্ফোরক আইন মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ জুলাই রাজধানীর মিরপুরের পল্লবী থানায় তিন আসামিকে ধরে আনার পর তাদের কাছে থাকে ওজন পরিমাপ করা মেশিন সদৃশ বস্তু থেকে বিস্ফোরণ ঘটে। এতে চার পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন।

আহতরা হলেন- ইন্সপেক্টর অপারেশন ইমরান, উপ-পরিদর্শক (এসআই) সজীব খান, শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) রুমি, শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) অঙ্কুশ। এছাড়া রিয়াজ নামে একজন অফিস স্টাফ আহত হন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close