দেশজুড়েপ্রধান শিরোনাম

পল্লবী থানার ভেতরে ভয়াবহ বিস্ফোরণ, ৫ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  তাৎক্ষণিকভাবে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের জাতীয় চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, পল্লবী থানা পুলিশ দু’টি আগ্নেয়াস্ত্রসহ তিন জন সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসে। সন্ত্রাসীদের কাছে ওজন মাপার মেশিনের মতো একটা যন্ত্র ছিল। ওই যন্ত্রটি ডিউটি অফিসারের কক্ষে রাখা হলে তা বিস্ফোরিত হয়।

তবে পল্লবী থানা সূত্রে জানা গেছে, একটি আগ্নেয়াস্ত্র ও চারটি ককটেলসহ একজন সন্ত্রাসীকে আটক করে থানায় আনা হয়েছিল। ওই সন্ত্রাসীর সঙ্গে থাকা ককটেলগুলো ডিফিউজ করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। ওই ককটেলগুলো ডিফিউজ করতে গিয়ে বিস্ফোরিত হয়ে পাঁচ জন আহত হয়েছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close