দেশজুড়েপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

পর্যায়ক্রমে শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পর্যায়ক্রমে তৈরি পোশাক ও বিভিন্ন শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই তৈরী পোশাক কারখানা খোলা রাখার তাগিদ দেয়া হয়েছে। শ্রমিকদের পরিবহন ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি, শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বলেও জানান তিনি।

রোববার (০৩ মে) দুপুরে করোনা ভাইরাস পরিস্থিতিতে শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রতিটি কারখানায় শ্রমিকদের স্বাস্থ্যবিধি মনিটর করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ’র সভাপতি, আইজিপিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিস্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Futbolo aikštėje: greitas IQ testas per 5 sekundes Kaip sutaupyti pinigų: išleiskite kelis Slepiama vagystė: tik snaiperio regėjimą turintys Aukšto intelekto koeficiento žmonės Kaip lengvai atnaujinti kaminą: Rasti skirtumus paveikslėlyse: tik 1 % žmonių gali tai „Iššūkis genijams: optinė iliuzija, Kaip greitai išvalyti vonios kilimėlį nuo pelėsių ir
Close
Close