দেশজুড়েপ্রধান শিরোনাম

পর্যায়ক্রমে দেশের সব মানুষই করোনার ভ্যাকসিন পাবেঃ স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পর্যায়ক্রমে দেশের সব মানুষই করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. মুস্তফা ওসমান তুরান সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার ভারতের সিরাম ইন্সটিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে করোনা ভ্যাকসিন সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী ভারতীয় ওই কোম্পানি দেশীয় বেক্সিমকো ফার্মার মাধ্যমে বাংলাদেশকে ৩ কোটি ভ্যাকসিন প্রদান করবে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার প্রথমে ৩ কোটি ভ্যাকসিন দিয়ে করোনা প্রতিরোধে কাজ শুরু করবে। পর্যায়ক্রমে আরো ভ্যাকসিন আমদানি করে দেশের সব মানুষকেই দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close