দেশজুড়ে

পর্যবেক্ষণ নিয়ে দূতাবাসগুলোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিদেশি দূতাবাসের নির্বাচন পর্যবেক্ষক দলে মিশনে কর্মরত কোনো বাংলাদেশি থাকতে পারবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিশনগুলোর কাছে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে এ কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচন পর্যবেক্ষণের জন্যে কয়েকটি মিশন পর্যবেক্ষক দল গঠন করছে বলে জানা গেছে। মন্ত্রণালয় তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় যে ২০১৮ সালের বিদেশি নির্বাচন পর্যবেক্ষক বিধিমালায় বলা হয়েছে, বিদেশি দূতাবাসগুলোতে কর্মরত বাংলাদেশি নাগরিকরা আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করার যোগ্যতা রাখেন না।

তাই আন্তর্জাতিক পর্যবেক্ষক দলে দূতাবাসগুলো তাদের মিশনে কর্মরত কোনো বাংলাদেশিকে যেনো না রাখে সে কথা চিঠিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মন্ত্রণালয় আশা করে মিশনগুলো এ বিষয়টি তাদের বিবেচনায় রাখবে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close