দেশজুড়ে
পর্ন ভিডিও সংরক্ষণের অপরাধে গ্রেফতার ২
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পর্ন ভিডিও সংরক্ষণ ও মোবাইলে আদান প্রদান করার অপরাধে কুড়িগ্রাম শহরের দুজন কম্পিউটার অপারেটরকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ জুলাই) রাতে শহরের বাস টার্মিনাল এলাকার শাম্মি টেলিকম ও মা-বাবা টেলিকমে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- শাম্মি টেলিকমের কম্পিউটার অপারেটর মমিনুল ইসলাম (২৬) ও সুজামের মোড় এলাকার মা-বাবা টেলিকমের কম্পিউটার অপারেটর রতন কুমার দাস (২৭)।
এ সময় পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করায় দুটি কম্পিউটার জব্দ করে পুলিশ। আটককৃতদের নামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ আইনে মামলা দেয়া হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, পর্নোগ্রাফির প্রচলন বেড়ে যাওয়ার কারণে দেশব্যাপী ধর্ষণের প্রবণতা বেড়েছে। আর এ কারণে কুড়িগ্রামের এসপি মহিবুল ইসলাম খানের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।