দেশজুড়েপ্রধান শিরোনামবিনোদন
পরীমণিকে নেয়া হচ্ছে কাশিমপুর কারাগারে
ঢাকা অর্থনীতি ডেস্ক: আদালতে জামিন না পাওয়ায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নেওয়া হচ্ছে। শুক্রবার বিকাল ৪টা ১২ মিনিটে আদালত প্রাঙ্গণ থেকে তাকে নিয়ে রওনা দেয় প্রিজন ভ্যান।
এর আগে তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল।
জামিনের আবেদন নামঞ্জুর হলে তার আইনজীবী বলেন, পরীমণি একজন আন্তর্জাতিক মানের নায়িকা। ফোবর্স ম্যাগাজিনে তার নাম এসেছে। সামাজিক অবস্থান বিবেচনায় কারাগারে তার পক্ষে ডিভিশনের আবেদন জানাচ্ছি।
রাষ্ট্রপক্ষে আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, ডিভিশনের বিষয়টি কারাবিধিতে আছে, কারা কর্তৃপক্ষ তা দেখবে।
৫ আগস্ট পরীমনিকে বনানী থানার মাদক মামলায় চারদিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। এদিন তাদের নতুনভাবে আর রিমান্ড চাওয়া হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা।
এর আগে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত মামলার এজাহার গ্রহণ করে ১৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
/আর এইচ এস