দেশজুড়ে

পরীক্ষা না করেই দেয়া হয় রিপোর্ট, ক্রিসেন্ট হাসপাতালকে জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য রক্তের নমুনা নিলেও ল্যাবে তা পরীক্ষা না করেই মনগড়া রিপোর্ট দেয়া হয়। অভিযোগের সত্যতা মেলায় হাসপাতালটিকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুলাই) বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

সরোয়ার আলম জানান, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে রক্তের নমুনা পরীক্ষা করার জন্য মেয়াদ উত্তীর্ন মেডিসিন পাওয়া গেছে। এছাড়া পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মনগড়া রিপোর্ট তৈরি করার প্রমাণ মিলেছে। যেখানে একটি নমুনা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা থাকলেও তা না করেই আগেই মনগড়া রিপোর্ট দেওয়া হয়।

তিনি আরও জানায়, বিশেষজ্ঞ ডাক্তার নমুনা না দেখেই রিপোর্টে স্বাক্ষর করেন। কারণ স্বাক্ষর করতে তার বাসায় যাওয়া হয় তিনি হাসপাতালে বসেন না। এসব অনিয়ম পাওয়ার কারণে ক্রিসেন্ট হাসপাতালকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন ওষুধ বিক্রির জন্য ক্রিসেন্ট হাসপাতালের ফার্মেসিকে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close