দেশজুড়েপ্রধান শিরোনাম

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগকর্মীকে পিটিয়ে পুলিশে দিলেন ছাত্ররা

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) পরীক্ষা শেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী শিহাব আল রশিদ গালিবকে (২৭) ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি রংপুর মেডিক্যাল কলেজের ছাত্র। বাড়ি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামে। আগে রাজশাহী মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন। তখন ছাত্রলীগের কর্মী হিসেবে দুর্দান্ত প্রতাপ ছিল বলে জানা গেছে।

রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে রাজশাহী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন। পরে তিনি রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিক্যাল কলেজ কেন্দ্রে আসেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের প্রধান ফটকে তাকে দেখে চিনে ফেলেন শিক্ষার্থীরা। এরপর তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় শিহাব আল রশিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close