শিক্ষা-সাহিত্য

পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচি না দেয়ার আহ্বান: শিক্ষামন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রশ্নপত্র ফাঁসের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফার্মগেটের তেজগাঁও গভর্নমেন্ট স্কুল কেন্দ্র পরিদর্শন করে এ কথা বলেন তিনি। পরীক্ষার সময় কোনও রাজনৈতিক কর্মসূচি না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

শিক্ষামন্ত্রী বলেন, কেউ যাতে প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার ৫ হাজার ৫৮০ সেট প্রশ্ন প্রণয়ন করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে।

এ বছর সারা দেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে অংশগ্রহণ করবে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। এছাড়া বিদেশের ৮টি কেন্দ্রে ৩৪২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close