দেশজুড়ে
পরিবেশ দূষণের দায়ে ২ প্রতিষ্ঠানকে প্রায় ৭ লাখ টাকা জরিমানা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রাম নগরের নাসিরাবাদ ও ইপিজেড এলাকায় পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
নাসিরাবাদ এলাকার ইসলাম স্টিল মিলস লিমিটেডকে ৪ লাখ ৮৬ হাজার টাকা এবং ইপিজেড এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষকে ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদেশে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করার জন্য বলা হয়েছে।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা সংবাদমাধ্যমে বলেন, অপরিশোধিত বায়ু নির্গমন ও তরল বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণের দায়ে নাসিরাবাদ এলাকার ইসলাম স্টিল মিলস লিমিটেডকে ৪ লাখ ৮৬ হাজার টাকা এবং ইপিজেড এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষকে ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।