দেশজুড়ে
পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় খাবারে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ জুন) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের সুজয় কুমার লস্কর ও সনদ কুমার লস্করের বাড়িতে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সুজয় কুমার লস্কর ও সনদ কুমার লস্কর বলেন, ‘শুক্রবার বিকেলের দিকে বাড়ির সকলে ঘুম ঘুম ভাব অনুভব করি। এরপর সন্ধ্যার দিকেই ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে তিনটার দিকে বাড়ির লোহার গেট ভেঙে ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল বাড়ির সবাইকে ঘুম থেকে ডেকে তুলে কাপড় দিয়ে বেঁধে ফেলে।’
‘আমাদেরকে জিম্মি করে ঘরের বক্স, খাটের ড্রয়ার, শোকজের ড্রয়ার, ওয়ারড্রপ ভেঙে ভেতরে থাকা সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ৩০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, চারটি মোবাইল সেট, প্রায় চল্লিশ হাজার নগদ টাকা নিয়ে যায়।’ এখনও পরিবারের সদস্য জয়া লস্কর (৩৫), সনদ লস্কর (৪৮), অনিন্দ্য লস্কর (১৫) অসুস্থ রয়েছেন। তাদেরকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (৮ জুন) সকালে খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, এখনও পরিবারের সদস্যরা অসুস্থ রয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।