দেশজুড়ে

পরিত্যাক্ত টিনসেড ঘরে মিলল নারীর মরদেহ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জে একটি ইটভাটা থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুরের আরএনবি ব্রিকফিল্ড নামক ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, শুক্রবার ওই ইটভাটার লেবার থাকার একটি পরিত্যাক্ত টিনসেড ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন বেগমগঞ্জ থানায় জানায়। খবর পেয়ে বিকেল ৫টার দিকে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ নাছের জনি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা মরদেহের পাশ থেকে একটি বোরকা, শরীর ঢাকা একটি নতুন রেকসিন, একটি পানির বোতল ও টিনের চালা থেকে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জসহ কয়েকটি আলামত জব্দ করে। মরদেহটি ফুলে বিভৎস হয়ে গেছে।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে ওই নারীকে অজ্ঞাত স্থানে হত্যা করে এখানে ফেলে রেখে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হবে।

Related Articles

Leave a Reply

Půst 2021: Zdravé recepty pro postní jídla Nejlahodnější domácí sušenky: recepty na jemné a křehké lahůdky
Close
Close