দেশজুড়েধামরাই

পরিচ্ছন্ন ধামরাই গড়তে প্রশংসনীয় উদ্যোগ নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা অভি

  • বিশেষ প্রতিবেদকঃপরিচ্ছন্ন ও ক্লিন ধামরাই গড়তে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

    সোমবার (৩১ ডিসেম্বর) ধামরাই পৌরসভার বিভিন্ন স্থানে নেতা কর্মীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান এবং প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করেন অভি। এসময় তিনি জানান, পর্যায়ক্রমে পুরো উপজেলায় এ কার্যক্রম চলবে।

    এ সময় সংবাদকর্মীদের তিনি বলেন, ঢাকা জেলার অন্যতম উপজেলা ধামরাই। রাজধানীর অতি সন্নিকটে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও পরিস্কার, পরিচ্ছন্নতা, ড্রেনেজ, স্যুয়ারেজ সহ কোন আধুনিক সুযোগ পায়নি ধামরাই উপজেলা ও পৌরসভা। বিগত ১৭ বছরে উন্নয়ন নামে মানুষ শুধু কল্পকাহিনী শুনেছে। উন্নয়নের বুলি আওড়িয়ে শুধু লুটপাট আর গণতন্ত্র হরণ করা হয়েছে।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাশেদ মিয়া, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক শাহাদাত করিম রিফাত, পৌর ছাত্রনেতা আরিফ হোসেন রিজভী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Close
Close