দেশজুড়ে
পপুলার থেকে অব্যাহতি দেওয়া হলো চুমু দেয়া সেই চিকিৎসককে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ‘গালে চুমু দিয়ে ব্রণের চিকিৎসা’ করার অভিযোগে রাজধানীর ধানমণ্ডির পপুলার হাসপাতালের চিকিৎসক শওকত হায়দারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৭ জুন) তাঁকে এ হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান হাসপাতালটির মহাব্যবস্থাপক সুকুমার রায়।
সুকুমার রায় সংবাদমাধ্যমে বলেন, ডা. শওকত হায়দার আমাদের এখানে বসে রোগী দেখতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠায় কর্তৃপক্ষ এখন থেকে এখানে আর না আসতে বলে দিয়েছে।
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ এবং লেজার কসমেটিক সার্জন ডা. শওকত হায়দারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্রণের ইনফেকশন চেক করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর গালে চুমু খান। তিনি ইনজেকশন দেওয়ার নাম করে ওই ছাত্রীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন।
এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই ছাত্রী। তিনি পরিবারের সঙ্গে আলোচনা করে ওই চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর হাসপাতালের কর্তৃপক্ষ বিষয়টির তদন্ত করে চিকিৎসক শওকত হায়দারকে অব্যাহতি দেয়।